Stand by Rakib who was injured in the anti-discrimination student movement.
About the Fundraiser
মোঃ রাকিব হাসান, একজন অটোরিকশা চালকের ছেলে, ধামড়াইয়ের বাসিন্দা। ৫ তারিখ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে তার ডান পা গুলিবিদ্ধ হয়। হঠাৎ এই দুর্ঘটনায় রাকিবের পরিবার এখন চরম আর্থিক সংকটে। তার বাবা একজন অটোরিকশা চালক, যার সামান্য আয়ে কোনোমতে দিন চলে। রাকিব নিজেও রিকশা চালিয়ে পরিবারের হাল ধরতে সাহায্য করতো। কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সে আর রিকশা চালাতে পারছে না, ফলে পরিবারের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। রাকিবের চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। ধার-দেনা করে কোনোমতে এতদিন চিকিৎসা চালিয়ে গেলেও এখন পরিবারটি আর কোনোভাবেই খরচ জোগাতে পারছে না। রাকিবের ঠিক মতো চিকিৎসা না হলে তার স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে রাকিব ও তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি। আপনাদের সামান্য অনুদান রাকিবের জীবন বাঁচাতে এবং তাকে সুস্থ করে তুলতে সাহায্য করবে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাকিবের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন।
Md Rakib Hasan, the son of an autorickshaw driver, is a resident of Dhamrai. On the morning of the 5th, his right leg was shot in the anti-discrimination student movement. Rakib's family is now in extreme financial crisis due to this sudden accident. His father is an auto-rickshaw driver, whose meager income somehow makes ends meet. Rakib himself used to drive a rickshaw to help the family. But since he was shot, he is no longer able to drive a rickshaw, cutting off the family's only source of income. A huge amount of money has already been spent on Rakib's treatment. Even though they have been able to continue the treatment till now by borrowing and lending, the family is no longer able to meet the expenses in any way. Rakib is in danger of becoming permanently disabled if not treated properly. I am requesting your help to stand by Rakib and his family in this situation. Your small donation will help save Rakib's life and help him recover. All of you are requested to come forward for Rakib's medical assistance.
About the Fundraiser
মোঃ রাকিব হাসান, একজন অটোরিকশা চালকের ছেলে, ধামড়াইয়ের বাসিন্দা। ৫ তারিখ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে তার ডান পা গুলিবিদ্ধ হয়। হঠাৎ এই দুর্ঘটনায় রাকিবের পরিবার এখন চরম আর্থিক সংকটে। তার বাবা একজন অটোরিকশা চালক, যার সামান্য আয়ে কোনোমতে দিন চলে। রাকিব নিজেও রিকশা চালিয়ে পরিবারের হাল ধরতে সাহায্য করতো। কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সে আর রিকশা চালাতে পারছে না, ফলে পরিবারের আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে গেছে। রাকিবের চিকিৎসার জন্য ইতিমধ্যেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। ধার-দেনা করে কোনোমতে এতদিন চিকিৎসা চালিয়ে গেলেও এখন পরিবারটি আর কোনোভাবেই খরচ জোগাতে পারছে না। রাকিবের ঠিক মতো চিকিৎসা না হলে তার স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এই পরিস্থিতিতে রাকিব ও তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি। আপনাদের সামান্য অনুদান রাকিবের জীবন বাঁচাতে এবং তাকে সুস্থ করে তুলতে সাহায্য করবে। আপনাদের সকলের কাছে অনুরোধ রাকিবের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন।
Md Rakib Hasan, the son of an autorickshaw driver, is a resident of Dhamrai. On the morning of the 5th, his right leg was shot in the anti-discrimination student movement. Rakib's family is now in extreme financial crisis due to this sudden accident. His father is an auto-rickshaw driver, whose meager income somehow makes ends meet. Rakib himself used to drive a rickshaw to help the family. But since he was shot, he is no longer able to drive a rickshaw, cutting off the family's only source of income. A huge amount of money has already been spent on Rakib's treatment. Even though they have been able to continue the treatment till now by borrowing and lending, the family is no longer able to meet the expenses in any way. Rakib is in danger of becoming permanently disabled if not treated properly.
I am requesting your help to stand by Rakib and his family in this situation. Your small donation will help save Rakib's life and help him recover. All of you are requested to come forward for Rakib's medical assistance.
Document
Your comment